ফেসবুক ব্যবহারকারীদের জন্য মেটা নতুন এক যুগান্তকারী ফিচার নিয়ে এসেছে—‘রিলস ট্রান্সলেশন’। মেটা এআই-এর সহায়তায় এখন ফেসবুক রিলসে থাকা ভিডিওগুলোর ভাষা অনুবাদ করা যাবে। প্রাথমিকভাবে ফিচারটি হিন্দি, পর্তুগিজ, স্প্যানিশ ও ইংরেজি ভাষায় চালু করা হয়েছে। ফলে ভিন্ন ভাষার কনটেন্টও ব্যবহারকারীরা সহজেই বুঝতে ও উপভোগ করতে পারবে। মেটার প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জাকারবার্গ জানিয়েছেন, খুব শিগগিরই আরও কয়েকটি ভাষা এতে যুক্ত করা হবে, যাতে বিশ্বজুড়ে আরও বেশি ব্যবহারকারী এই সুবিধা গ্রহণ করতে পারেন। বিশেষজ্ঞরা মনে করছেন, রিলস ট্রান্সলেশন ফিচারটি...