চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিকান্দার হোসেন রানা (৩৯)কে গ্রেপ্তারের পর শুক্রবার (১০ অক্টোবর) স্পেশাল কোর্টে তোলা হলে আদালত প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় রানা অনুসারীরা সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল করার চেষ্টা করে।পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) চট্টগ্রাম নগরীর জামালখান এলাকা থেকে সিকান্দার হোসেন রানাকে গ্রেপ্তার করা হয়। আজ আদালতে তোলার সময় তার সমর্থকরা হঠাৎ করে স্লোগান দিতে শুরু করলে নিরাপত্তা বাহিনী সতর্ক হয়।ঘটনাস্থলে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা বিষয়টি ঊর্ধ্বতনদের জানালে কোতোয়ালী থানা পুলিশের তিনটি গাড়ি দ্রুত সেখানে পৌঁছে অভিযান চালায়। অভিযানে সাতজনকে আটক করা হয়। তারা হলেন: তাহের মাঝি, সানী, হোসেন, ফয়সাল, পারভেজ, মামুন ও জিয়া। আটককৃতদের সবাই চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম বলেন,...