ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভেতরে বাড়ছে আসনভিত্তিক দ্বন্দ্ব ও গ্রুপিং। তৃণমূল নেতারা কেন্দ্রে জানিয়েছেন, যদি দ্রুত একক প্রার্থী নির্ধারণ না করা হয়, তাহলে বিভিন্ন আসনে বিরোধ ও বিভাজন আরও বৃদ্ধি পেতে পারে। এই পরিস্থিতিতে দলের নীতি-নির্ধারকরা নড়েচড়ে বসেছেন। বিএনপি এখন দ্রুত একক প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছে। নির্বাচন তফসিল ঘোষণার আগেই ৩০০ আসনের অন্তত ৭০ শতাংশে একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য সবুজ সংকেত দিতে চায় দলটি। কেন্দ্র থেকে চূড়ান্ত প্রার্থী নির্ধারিত হলে অন্য মনোনয়নপ্রত্যাশীদের সেই প্রার্থীকে সমর্থন জানিয়ে ঐক্যবদ্ধভাবে গণসংযোগে নামার নির্দেশ দেওয়া হবে। এই নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দলটি। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি এই মনোনয়ন প্রক্রিয়া তত্ত্বাবধান করছেন। তিনি স্থানীয় সমস্যার সঙ্গে...