হংকংয়ের কাছে ৪-৩ গোলে হারের পর বাংলাদেশের ফুটবলারদের চোখেমুখে অবিশ্বাস ও হতাশার ছাপ। লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরীর শূন্য দৃষ্টি, যোগ করা সময়ে দারুণ গোলে ৩-৩ করা শমিত সোমের হতাশায় ভেঙে পড়া, ফাহামিদুল ইসলামের কান্না দাগ কেটেছিল হাজারো ফুটবলপ্রেমীর হৃদয়ে। ঘরের মাঠে শেষ বাঁশির কয়েক সেকেন্ড আগে গোল হজমে অসাধারণ এক প্রত্যাবর্তনের গল্পের শেষটা হয়, না পাওয়ার বেদনায়। হতাশার ক্ষত শুকানোর আগেই শুক্রবার হংকংগামী বিমান ধরতে হয়েছে দলকে। ১৪ অক্টোবর হংকংয়ে ফিরতি ম্যাচে ঘুরে দাঁড়াতেই এ শোক ভুলতে হবে যত দ্রুত সম্ভব। হামজা, শমিত, জামালরাও শোককে শক্তিতে রূপ দিয়ে ছুতে চান অধরা জয়। জাতীয় স্টেডিয়ামে ১০০ মিনিটের রোমাঞ্চকর লড়াইয়ে হার মানার পর যেন পা নড়ছিল না হামজার। এর মধ্যেই মেটাতে হচ্ছিল দর্শকদের ফটো ও অটোগ্রাফের আবদার। এক ফাঁকে ম্যাচ নিয়ে...