কুমিল্লা, ১০ অক্টোবর — শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টিকে উপেক্ষা করে কান্দিরপাড়ের পূবালী চত্বরে নেমেছিল মানুষের ঢল। হাজারো মানুষ একত্রিত হন এক সুরে উচ্চারণ করতে— *“আমরা কুমিল্লাবাসী, চাই কুমিল্লা বিভাগ।”* ‘বৃহত্তর কুমিল্লা কনটেন্ট ক্রিয়েটর’ ব্যানারে আয়োজিত এই বিশাল জনসমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি টিপু চৌধুরী। জেলার ১৭টি উপজেলা থেকে নানা শ্রেণি–পেশার মানুষ এতে অংশ নেন। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন সমাবেশে। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াসিন সভায় হুঁশিয়ারি দিয়ে বলেন, “আগামী এক সপ্তাহের মধ্যে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা না হলে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হবে।” তিনি আরও বলেন, “কুমিল্লা বিভাগ এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি।” বক্তারা মনে করিয়ে দেন, প্রাচীন সমতট অঞ্চলের রাজধানী ছিল কুমিল্লা। ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক ঐক্যের কারণে দীর্ঘদিন ধরেই কুমিল্লা...