যশোরের ঝিকরগাছায় ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ চারজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে পানিসারা ইউনিয়নের কাউরিয়া আউলিয়াপাড়ায় অভিযান চালানোর কথা জানিয়েছেন ঝিকরগাছা থানার ওসি নুর মোহাম্মদ গাজী। আটক ব্যক্তিরা হলেন- ইউনুস আলী (৩০), মাহাবুব (৩৫), শিমুল হোসেন (৩৮) ও হাসিব হোসেন (২৫)। অভিযানে ওয়াকিটকি, পাঁচটি মোটরসাইকেল, জ্যাকেট, খেলনা পিস্তল, রামদা, কুড়াল, হাসুয়া, হাত করাত, বিদেশি মদ, সোনা মাপার যন্ত্র, হাতুড়ি, ছুরি, চাকু উদ্ধার করা হয়েছে। ওসি নুর মোহাম্মদ বলেন, কাউরিয়া আউলিয়া পাড়ায় সোহাগের হাঁসের খামারে অভিযান চালানো হয়।...