১১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম দেশে নির্বাচনী হাওয়া বইছে অন্তত আরো দু’মাস আগে থেকে। সর্বশেষ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ইস্যু নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐকমত্য তৈরি হওয়ায় ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সব সংশয় কেটে গেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি নিচ্ছে সব রাজনৈতিক দল। ভোটের মাঠে কৌশল-পাল্টা কৌশলে পথ চলছে তারা। আসছে ফেব্রুয়ারিতেই ভোট হচ্ছে: এমনটি মাথায় রেখেই মাঠ গোছাচ্ছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিতে ইচ্ছুক রাজনৈতিক দলগুলো। বিশেষ করে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি তাদের দলীয় প্রার্থী বাছাই থেকে জোট ও শরিক দলের সঙ্গেও আসন সমঝোতার বিষয়ে আলোচনা শুরু করেছে। জামায়াতে ইসলামী ছাড়া অন্য সব দলের সাথে তারা নির্বাচনের বিষয়ে আলোচনা করছে। খুব শিগগিরই এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে...