১১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের তৃতীয় ম্যাচে পরশু হংকং চায়নার বিপক্ষে শেষ মুহূর্তে গোল হজম করে স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের। এরপরই দর্শক, সমর্থকদের সমোলোচনার তীর ছোটে স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার দিকে। দারুণ সুযোগ থাকার পরও বাংলাদেশের হারের কারণ হিসেবে সবাই সামনে আনছেন কোচের কৌশল ও শুরুর একাদশ নির্বাচনে ভুল। বিশেষ করে একাদশ তৈরি ও খেলোয়াড় পরিবর্তনে কোনো দূরদর্শিতা দেখাতে পারেননি এই স্প্যানিশ। পরশু রাতে ঢাকা জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে ‘সি’ গ্রুপে বাঁচামরার ম্যাচে সাামিত সোম, ফাহামেদুল ইসলাম, জায়ান আহমেদ এবং অধিনায়ক জামাল ভূঁইয়াকে বদলি হিসেবে খেলিয়েছেন ক্যাবরেরা। জামাল অধিনায়ক হয়েও মাঠের বাইরে থাকেন। এ ম্যাচে বদলি হিসেবে নেমে ভালো খেলেছেন, একটি গোলের যোগানদাতাও ছিলেন। বদলি হিসেবে নেমে গোল করেন...