১১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৬১ গ্রাম (৬৫.২ ভরি) স্বর্ণালঙ্কারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এরা হলেন, মো. কবির হোসেন (৫৩) ও কুদ্দুছ (৪১)। গ্রেফতারকৃত কবির হোসেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বোর্ডিং ব্রিজ অপারেটর হিসেবে কর্মরত।গতকাল শুক্রবার এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক এসব তথ্য নিশ্চিত করে জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ২২ মিনিটে বিমানবন্দরের বহির্গমন ১ নম্বর টার্মিনালের ৩ নম্বর গ্লাস গেটের সামনে মো. কবির হোসেন গোপনে কুদ্দুছের হাতে একটি ছোট হাতব্যাগ তুলে দিচ্ছিলেন। উপস্থিত যাত্রী ও সহযাত্রীদের সন্দেহ হলে সেখানে গোলযোগের সৃষ্টি হয়। এসময় এয়ারপোর্ট এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুজনকে জিজ্ঞাসাবাদ করলে তারা বিভিন্ন সন্দেহজনক উত্তর...