১১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন জাতীয়তাবাদী ছাত্রদলের জন্য এখন মর্যাদার লড়াই হয়ে দাঁড়িয়েছে। ছাত্রদল সমর্থিত সাজ্জাদ-শাফায়েত-তৌফিক প্যানেলের প্রার্থীরা ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে, নিজেদের ঘাঁটি পুনরুদ্ধারে মরিয়া হয়ে মাঠে নেমেছে ইসলামী ছাত্রশিবির। শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোটের ইবরাহীম-সাইফ-সাজ্জাদ প্যানেলের প্রার্থীরাও প্রচারে ব্যস্ত। আগামী ১৫ অক্টোবর ভোটের দিনকে সামনে রেখে পাহাড় ঘেরা সবুজ ক্যাম্পাস চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। দীর্ঘ ৩৫ বছর পর এবারের চাকসু নির্বাচনে ১২টি প্যানেল থাকলেও, হাড্ডাহাড্ডি ভোটের লড়াই হবে মূলত ছাত্রদল ও ছাত্রশিবিরের প্যানেলের মধ্যে। আর তাই নির্বাচনে ২৭ হাজার ৬৩৪ জন ভোটার থেকে শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সারা দেশবাসীর দৃষ্টি এখন এই দুটি প্যানেলের দিকে। বিএনপি-জামায়াতের হাইকমান্ডও সতর্ক চাকসু নির্বাচন...