১১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম ইউক্রেনে রাতভর আবারও ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে কিয়েভের বড় অংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিশকো জানান, একাধিক জ্বালানি স্থাপনা ও আবাসিক ভবনে হামলার খবর পাওয়া গেছে। হামলায় নয়জন আহত হয়েছেন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় রাজধানীর পূর্বাংশের বাসিন্দারা অন্ধকারে ডুবে গেছেন। একই সঙ্গে পানি সরবরাহেও বিঘœ ঘটেছে।মেয়র ক্লিশকো জানান, আহত নয়জনের মধ্যে পাঁচজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। ইউক্রেনের জরুরি সেবা বিভাগ দশতলা একটি ভবনে অগ্নিকা- নেভানোর ছবি প্রকাশ করেছে। এদিকে, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিজ্জিয়ায় রুশ ড্রোন হামলায় সাত বছরের এক শিশু নিহত হয়েছে বলে ওই অঞ্চলের প্রশাসনিক প্রধান জানিয়েছেন। জাপোরিজ্জিয়ার আঞ্চলিক প্রধান ইভান ফেদোরভ বলেন, শহরটি রাতভর তীব্র হামলার মুখে পড়ে। এতে এক শিশুর নিহত...