১১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক গতকাল জুমার খুৎবা-পূর্ব বয়ানে বলেছেন, ইসলাম ধর্মই একমাত্র সত্য ধর্ম। ইসলাম ছাড়া সকল ধর্মই বাতিল ধর্ম। মূর্তি বানিয়ে যারা পূজা করে এসব শিরককারীদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। ইসলামে উদারতা আছে। উদারতার নামে শিরককারীদের পূজায় গিয়ে অন্তরের ভালোবাসা দেখালে ঈমান থাকে না। পূজামন্ডপে গিয়ে একত্মতা প্রকাশ করে রাজনৈতিক দলকে প্রতিষ্ঠা করা যায় না। যারা পূজামন্ডপে গিয়ে আল্লাহকে নারাজ করে তাদের ঈমান থাকে না। সকল মুশরিকের কাছ থেকে বিচ্ছিন্ন থাকাই ঈমান। সকল মুশরিকদের কাছ থেকে কিয়ামত পর্যন্তই বিচ্ছিন্ন থাকতে হবে। খতিব বলেন, আল্লাহর ধর্ম ইসলামকে বাদ দিয়ে মুশরিকরা নিজেদের বানানো ধর্মকে শিরক মনে করে না। কোনো শিরকই ধর্ম হতে পারে না। মুশরিকরা নিজ...