১১ অক্টোবর ২০২৫, ১২:২৪ এএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ১২:২৪ এএম রাউজানে মোঃ ইরফাত(১৬) নামের এক কিশোর শিক্ষার্থী আত্নহত্যা করেছে। শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের গশ্চি গ্রামের আবুল খায়ের মাতব্বর বাড়িতে এই ঘটনা ঘটে। ইরফাত গশ্চির পাঠানপাড়ার প্রবাসী মোঃ খোকনের পুত্র। পরিবারে দুই ভাই এক বোনের মধ্যে সে ছিল সবার বড়। স্থানীয়রা জানান, গশ্চি পাঠান পাড়ার প্রবাসী মোঃ খোকন গশ্চি গ্রামের আবুল খায়ের মাতব্বর বাড়িতে তার নতুন ভিটেতে টিনশেডের ঘর করেন। সেখানেই তার পরিবার থাকতেন। শুক্রবার প্রবাসী খোকনের স্ত্রী তার ছোট সন্তানকে নিয়ে পাঠানপাড়ার তার পুরাতন বাড়িতে যান৷ তখন মোঃ ইরফাত একা ঘরে ছিল। বিকেল পৌঁণে পাঁচটার দিকে রান্না ঘরের ছাদের কাঠের ভিমের সাথে গলায় রশিতে ফাঁস লাগানো দেহ ঝুলন্ত অবস্থায় তাকে...