১১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম আমরা যেটিকে সাধারণভাবে কোট বা স্যুট জ্যাকেট বলি, সেটি পৃথিবীর প্রায় সব দেশেই পরা হয়। এ পোশাকের নকশা বা ডিজাইন বিশ্বজুড়েই প্রায় একই রকম, তবে এর এক বিশেষ অংশ অনেকেরই কৌতূহলের কারণ - সেটি হলো ‘স্যুট ভেন্ট’। স্যুটের পেছনের দিকে এক বা দুই জায়গায় যে কাটা দাগ বা ফাঁক দেখা যায়, সেটিই আসলে স্যুট ভেন্ট। অনেকেই ভাবেন, এটি নকশার সৌন্দর্যের জন্য করা হয়, কিন্তু এর আসল উদ্দেশ্য আরো ব্যবহারিক।আসলে এই ভেন্টটি স্যুট পরার সময় সহজে বসা, নড়া-চড়া করা ও বাতাস চলাচলের সুবিধা দেয়। আগে ঘোড়ায় চড়ার সময় যেন কোট আরামদায়ক থাকে, সেই ভাবনা থেকেই এর সূচনা হয়েছিল। আজও এই নকশা বজায় রাখা হয় - সৌন্দর্য ও আরাম, দুইয়েরই...