মাছের বংশবিস্তার, বেড়ে ওঠা ও টেকসই আহরণের স্বার্থে বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। কিন্তু বাস্তবে সেই নিষেধাজ্ঞা কাগজে-কলমেই সীমাবদ্ধ। অভিনব কৌশলে এখনো সাগরে মাছ শিকার চলছে, আর এসব মাছ প্রশাসনের নাকের ডগা দিয়ে কক্সসবাজারসহ জেলার বিভিন্ন অঞ্চলে পাচার হচ্ছে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চলাচলকারী যাত্রীবাহী বাস, কাভার্ডভ্যান, এমনকি ছোট মালবাহী ট্রাকেও বরফে মোড়ানো তাজা মাছ পৌঁছে যাচ্ছে বিভিন্ন বাজারে। এতে মাছের প্রজনন মৌসুমে সরকারের দেওয়া নিষেধাজ্ঞার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সদরের খুরুশকুলের একাধিক ট্রলারমালিক প্রশাসনের নির্দিষ্ট মহলকে প্রতিটি ট্রলারের জন্য ২০ হাজার টাকা করে ঘুষ দিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে যায়। ৫ সেপ্টেম্বর রাতে অন্তত ১৬টি ট্রলার সমুদ্রে মাছ ধরতে রওনা দেয় বলে দাবি করেছে সূত্রটি। সূত্রের ভাষ্য-...