১১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, গাজার পুনর্গঠন ও প্রশাসন সম্পূর্ণভাবে ফিলিস্তিনিদের দ্বারা পরিচালিত হওয়া উচিত-এ নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয়। প্যারিসে বৃহস্পতিবার গাজা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে ইউরোপ, আরব বিশ্ব ও অন্যান্য অংশীদার দেশের ঊর্ধ্বতন কূটনীতিকরা অংশ নেন।ফিদান বলেন, ‘গাজার নিরাপত্তা ও প্রশাসন ফিলিস্তিনিদের হাতে থাকতে হবে। এ বিষয়ে কোনো অনিশ্চয়তা বা দ্বিধা থাকা চলবে না’। তিনি আরো বলেন, ‘দুই বছর ধরে গাজায় যে গণহত্যা চলছে, সেটি থামানোর একটি আশার আলো দেখা দিয়েছে। আমাদের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের নেতৃত্বে তুরস্ক শুরু থেকেই আন্তর্জাতিক পর্যায়ে বিশাল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে’।ফিদান জানান, এ প্রক্রিয়ার প্রথম ধাপের পরিকল্পনায় চারটি মূল...