সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনা কিছুটা কমে আসায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সপ্তাহের সর্বোচ্চ স্তর থেকে সামান্য কমেছে। গাজা উপত্যকায় ইসরায়েল এবং ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের ফলে বাজারের ব্যবসায়িক ঝুঁকি হ্রাস পাওয়ায় এই প্রভাব পড়েছে। শুক্রবার (১০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৪ সেন্ট বা শূন্য দশমিক ৪ শতাংশ কমে ৬৪.৯৮ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২০ সেন্ট বা শূন্য দশমিক ৩ শতাংশ কমে ৬১.৩১ ডলারে নেমে আসে। এর আগে,...