উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি থেকে এখন আর কোনো ওয়ারিশকে বঞ্চিত বা বাদ দেওয়া যাবে না—এমনটাই বলছে বাংলাদেশের প্রচলিত উত্তরাধিকার ও দেওয়ানি আইন। বিষয়টি নিয়ে আইনি বিশ্লেষণে উঠে এসেছে, ধর্মীয় বা পারিবারিক সম্পর্ক যতই জটিল হোক না কেন, নির্দিষ্ট কয়েকটি কারণ ছাড়া কোনো ওয়ারিশকে তার প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত করার সুযোগ নেই। বাংলাদেশের মুসলিম আইন বা প্রচলিত আইন অনুযায়ী “তেজ্যপুত্র” নামে কোনো বৈধ ধারণা নেই। অর্থাৎ, কোনো বাবা-মা যদি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে নোটারি করে ঘোষণা দেন যে তাদের সন্তান ‘তেজ্যপুত্র’—তবুও সেই সন্তান তার আইনগত উত্তরাধিকার হারাবে না।আইন স্পষ্টভাবে বলছে, তেজ্যপুত্র করলেও সন্তান তার প্রাপ্য অংশ পাবে। অনেক সময় দেখা যায়, কোনো পিতা মৃত্যুর আগে নির্দিষ্ট ওয়ারিশকে সম্পত্তিতে “না শরিক” করে দেন। তবে আইন অনুযায়ী, কেবলমাত্র১৯৬১ সালের ১৫ জুলাইয়ের আগেযদি...