স্বামীর সঙ্গে স্ত্রী সোহেলা খাতুনের বনিবনা না হওয়ায় গত ৩-৪ দিন পূর্বে স্ত্রী সোহেলা তার স্বামী মো. কালু শেখকে তালাক দেন। তালাকের বিষয়কে কেন্দ্র করে শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে মোসা. সোহেলা খাতুনকে রাস্তায় একা পেয়ে গলায় চাকু দিয়ে আঘাত করে কালু শেখ দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় লোকজন গুরুত্বর আহত সোহেলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রিকশাযোগে হাসপাতালে নেওয়ার চেষ্টাকালে ঘটনাস্থলেই সোহেলা খাতুন মারা যান। গাছা থানার ওসি মো. আমিরুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। গাজীপুরে প্রকাশ্য দিবালোকে স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে স্বামী। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে গাজীপুর মহানগরীর গাছা থানার ৩৪নং ওয়ার্ডের মালেকেরবাড়ী পশ্চিম...