বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের সংসদ নির্বাচনের যে চর্চা শুরু হতে যাচ্ছে তা অব্যাহত থাকবে বলে আশা করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-চাকসুর সাবেক নেতারা। এবার চাকসু নির্বাচনে যেভাবে প্যানেল তৈরি হয়েছে তা অন্তর্ভুক্তিমূলক মানসিকতার প্রকাশ ঘটেছে বলে মনে করছেন কেউ কেউ। আগামী ১৫ অক্টোবর চাকসুর সপ্তম নির্বাচনের ভোটগ্রহণ হবে। দীর্ঘ প্রতীক্ষার পর নির্বাচন নিয়ে উচ্ছ্বসিত সাবেক নেতারাও। তাদের প্রত্যাশা, চাকসু নির্বাচন এখন থেকে নিয়মিত অনুষ্ঠিত হবে। আর তাতে নেতৃত্ব তৈরির সুযোগ সৃষ্টি হবে। পরবর্তীতে যা জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখবে। পাশাপাশি সাবেকদের চাওয়া, নির্বাচন যেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়। ছাত্র সংগঠনগুলোর যার যার নিজস্ব রাজনীতি থাকলেও চাকসু যেন দলীয় রাজনীতির মঞ্চ না হয়ে উঠে। বিজয়ীরা যেন বিনা বাধায় কাজ করতে পারে। ১৯৬৬ সালের ১৮ নভেম্বর আনুষ্ঠানিক যাত্রা শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার পর প্রায়...