এবারের জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির প্রথম পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল চট্টগ্রাম। আর গতবারের চ্যাম্পিয়ন রংপুর চারে। শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হয়ে সেই রংপুরের সঙ্গেই পেরে উঠল না চট্টগ্রাম। শেষ বলে গড়ানো ম্যাচটি ৪ উইকেটে জিতে নিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনাল নিশ্চিত করেছেন আকবর আলীরা। রবিবারের ফাইনালে তারা মুখোমুখি হবেন খুলনা বিভাগের। সিলেটে সাদিকুর রহমান ও অধিনায়ক ইয়াসির আলী চৌধুরীর ফিফটিতে ৩ উইকেট হারিয়ে বোর্ডে ১৬৭ রান জমা করে চট্টগ্রাম। সাদির ব্যাটে আসে ৪৮ বলে ৫৮ রান। তবে ৫ চার, ২ ছক্কায় ২৭ বলে খেলেন ৫৩ রানের ইনিংস। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে আসে ৮৮ রান। জবাবে রংপুরকে চালকের আসনে...