সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলার একটি প্রস্তাব ‘বিবেচনায়’ নেওয়ার কথা বলছে জাতীয় ঐকমত্য কমিশন। এজন্য কমিশন শনিবারের মধ্যে মতামত জানতে চেয়ে রাজনৈতিক দলগুলোকে চিঠি পাঠিয়েছে। ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজের নামে বৃহস্পতিবার এ চিঠি পাঠানো হয়। সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুযায়ী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রদর্শনের বিষয়ে ২০১১ সালের ১০ জুলাই একটি নির্দেশনা জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। সেখানে ৪ (ক) অনুচ্ছেদে বলা হয়, বঙ্গবন্ধুর প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সব সরকারি ও আধা-সরকারি অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশনসমূহে সংরক্ষণ ও প্রদর্শন করতে হবে। অনুচ্ছেদটি তুলে ধরে জাতীয় ঐকমত্য কমিশনের চিঠিতে বলা হয়, "রাজনৈতিক দল ও জোটসমূহের...