১১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম অনেক রং মিশে যেমন রংধনু, তেমনই সবাই মিলে বাংলাদেশ হয় বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (১০ অক্টোবর) চট্টগ্রাম ইপিজেড ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট প্যারেড গ্রাউন্ডে (সিমেন্স হোস্টেল) আয়োজিত কঠিন চীবর দানোৎসবে তিনি এ মন্তব্য করেন। আমীর খসরু বলেন, কঠিন চীবরের যে শিক্ষা, সে শিক্ষা সবার জন্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি কথা হলো, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা সবার। ধর্ম যার যার, উৎসব সবার। তিনি আরও বলেন, আপনাদের শুধু ধর্ম নয়, একটি কৃষ্টি আছে, ভাষা আছে, সংস্কৃতি আছে। এ ভাষা, কৃষ্টি, সংস্কৃতি অবশ্যই বাঁচিয়ে রাখতে হবে, বিএনপি এটাই চায়। এটাই বাংলাদেশ। এখানে সবার কাজ সবাই করবে।...