যশোরে নিখোঁজের পাঁচ দিন পর ব্যাটারির রিকশাচালক এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকালে ঝিকরগাছার বায়সা ও আশিংড়ী গ্রামের মাঝামাঝি একটি নির্মাণাধীন বাড়ির জানালার সঙ্গে বাঁধা তার লাশ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। মাসুদ রানা (২১) নামে ওই যুবক শার্শা উপজেলার উলাশী গ্রামের আব্দুল আজিজের ছেলে। ঝিকরগাছা থানার ওসি গাজী নুর মোহাম্মদ বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। ‘ব্যাটারির রিকশা ছিনতাইয়ের জন্যই’ তাকে হত্যা করা হতে পারে ধারণা করা হচ্ছে। নিহতের বাবা আব্দুল আজিজ বলেন, সোমবার দুপুরে মাসুদ তার রিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। প্রতিদিন আছরের নামাজের পর বাড়ি ফিরলেও...