প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে দুর্দান্ত লড়াই করে হারে বাংলাদেশ। তবে তৃতীয় ম্যাচে এসে বড় হার সঙ্গী হয়েছে মেয়েদের। গুয়াহাটিতে নারী বিশ্বকাপের ম্যাচে ১০০ রানে হেরেছে নিগার সুলতানার দল। ২২৮ রানের লক্ষ্য তাড়ায় ধীর সূচনা করে বাংলাদেশ। তবে ৪ ওভারে মাত্র ৭ রান তুলেও উইকেট হারাতে হয়েছে। রোজমেরি মাইরের বলে বোল্ড হন শারমিন আক্তার (৩)। আরেক ওপেনার রুবাইয়া হায়দার ৪ আর চার নম্বর ব্যাটার সোবহানা মোস্তারি ফেরেন ২ করেই। দশম ওভারে ২২ রানে ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে পড়ে বাংলাদেশ। এরপর নিগার সুলতানা (৪), সুমাইয়া আক্তার (১), স্বর্না আক্তার (১) একে একে সাজঘরের পথ ধরেন। ৩৩ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে নাহিদা আক্তার আর ফাহিমা খাতুন কিছুটা সময় লড়াই করেন। নাহিদা...