বিশ্বজুড়ে এখন ক্যানসার মৃত্যুর অন্যতম প্রধান কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্য অনুযায়ী, ২০২০ সালে প্রায় ১ কোটি মানুষ ক্যানসারে মারা গেছেন— অর্থাৎ প্রতি ছয়জনের মধ্যে একজনের মৃত্যু এই রোগে। সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা দেখা যায় স্তন, ফুসফুস, কোলন, রেকটাম ও প্রোস্টেট ক্যানসারে। চিকিৎসকদের মতে, সকালে ঘুম থেকে উঠে নিয়মিত কাশি হওয়া এবং তা যদি দুই সপ্তাহেরও বেশি স্থায়ী হয়, তবে বিষয়টি মোটেও হালকাভাবে নেওয়া উচিত নয়। যুক্তরাজ্যের ফার্মাসিস্ট আব্বাস কানানি জানান, ধূমপায়ীদের মধ্যে সকালে কাশি সাধারণ হলেও, যদি কাশির প্রকৃতি পরিবর্তন হয় বা দীর্ঘস্থায়ী হয়, তা ফুসফুস বা গলার ক্যানসারের প্রাথমিক ইঙ্গিত হতে পারে। একইভাবে, দুই সপ্তাহেরও বেশি সময় ধরে গলা ব্যথা থাকা এবং কোনো উন্নতি না হওয়াও ক্যানসারের সতর্ক সংকেত হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ব্যাখ্যায়, অতিবেগুনি রশ্মি,...