রং বদলানো ভালো-মন্দ দুটি দিকই আছে, কেউবা বদলায় অস্তিত্বের প্রয়োজনে আবার কেউবা স্বার্থের কারণে। এ বিষয়টি নিয়ে চমৎকারভাবে ডা. প্রদীপ কুমার রায় (সুশোভন কবি) তার ‘রঙ বদলায়’ কবিতায় লিখেছেন গিরগিটি রং বদলায় বিপদ সংকেতে, এটাই জাগতিক নিয়ম জীবজগতে। তিনি তার কবিতার শেষ অংশে লিখেছেন প্রতিবাদ অর্থহীন প্রতিবাদী মরে, দুঃখে ভরে বুক পৃথিবীর নানা অবিচারে।পৃথিবীর অনেক প্রাণীই শত্রুর হাত থেকে নিজেকে বাঁচাতে নিজের রঙ বদলিয়ে পরিবেশের সঙ্গে মিশে যায় কিংবা নিজেকে লুকাতে বেশ ধারণ করে। জীববিজ্ঞানের ভাষায় একে ক্যামোফ্লেজ (Camouflage) বা ছদ্মবেশ বলে। ছদ্মবেশধারীদের সঙ্গে গিরগিটির নামটি জুড়ে দিয়েছে। রঙ বদলানো আর গিরগিটি যেন প্রতিশব্দ আমাদের কাছে।গিরগিটি বাংলাদেশের অনেক এলাকায় ‘রক্তচোষা’ নামে পরিচিত এক অতি নিরীহ সরীসৃপ। এরা ইচ্ছেমতো ত্বকের রং পরিবর্তন করতে পারে। এই বৈশিষ্ট্যের কারণে এদের নিয়ে মানুষের মধ্যে...