সৈয়দ মনজুরুল ইসলাম একজন বিস্ময়কর মানুষ।‘সংবাদ’–এর বৃহস্পতিবারের সাহিত্য পাতা যখন আবুল হাসনাতের সম্পাদনায় বিশেষভাবে বিখ্যাত ছিল, তখন আমরা, আমাদের ছাত্রাবস্থায় সৈয়দ মনজুরুল ইসলামের কলাম পড়তাম সংবাদ সাময়িকীতে, ‘অলস দিনের হাওয়া’। প্রধানত বিদেশি সাহিত্য ও সাহিত্যিকদের নিয়ে আলোচনা করতেন সৈয়দ মনজুরুল ইসলাম স্যার।আমরা তখন ছাত্র। মুগ্ধতা, সমীহ, শ্রদ্ধা নিয়ে তাঁর কলাম পড়তাম। সমীহ জাগানোর জন্য এই তথ্যও কাজে লাগত যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক। মেরিনা ইয়াসমীন ছিলেন তাঁর সরাসরি ছাত্রী। মেরিনার কাছ থেকে জানতে পারলাম, সৈয়দ মনজুরুল ইসলাম—মানে এসএমআই স্যার ইংরেজি বিভাগে প্রবল জনপ্রিয় ছিলেন। তিনি যখন বৃত্তি নিয়ে উচ্চতর শিক্ষার জন্য বিদেশে যাবেন, তখন ছাত্রছাত্রীরা ভীষণ কান্নাকাটি করেছিলেন। সংবর্ধনার অনুষ্ঠানটিতে অভিনন্দন জানানোর উচ্ছ্বাসের জায়গা দখল করেছিল শিক্ষার্থীদের অশ্রুপাত। মেরিনার শিক্ষক হিসেবে আমি স্যারকে ডাকতাম ‘টিচার ইন ল’ বলে। আর...