বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের জন্য স্বর্ণ যেন নতুন করে সংজ্ঞা লিখছে। কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) বিনিয়োগে শেয়ারবাজারের উত্থান ও বিটকয়েনের প্রতিযোগিতার মাঝেও স্বর্ণের দাম রেকর্ড ছুঁয়ে নতুন নিয়ম তৈরি করছে বিনিয়োগ জগতে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। চলতি সপ্তাহে প্রতি আউন্স সোনার দাম প্রথমবারের মতো ৪ হাজার ডলার অতিক্রম করেছে। ২০২৫ সালে এখন পর্যন্ত ৫৩ শতাংশ মূল্যবৃদ্ধি হয়েছে, যা ১৯৭৯ সালের পর সর্বোচ্চ। এই দাম বৃদ্ধিতে স্বর্ণ পিছনে ফেলেছে বিটকয়েনের ৩০ শতাংশ বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের এসঅ্যান্ডপি ৫০০ সূচকের ১৫ শতাংশ উন্নতিও। সাধারণত মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক অনিশ্চয়তা বা বাজারের ধসের আশঙ্কা দেখা দিলে স্বর্ণের দাম বাড়ে। বিপরীতে ঝুঁকিপূর্ণ বিনিয়োগে আগ্রহ বাড়লে এই ধাতু পিছিয়ে পড়ে। কিন্তু এবারের উত্থান ব্যতিক্রম। কারণ স্বর্ণ, শেয়ারবাজার ও বিটকয়েন একসঙ্গে বাড়ছে। পিকটে ব্যাংকের সিনিয়র স্ট্র্যাটেজিস্ট অরুণ সাই বলেন,...