বিশ্বকাপে জয় দিয়ে দারুণ শুরু করলেও টানা দুই ম্যাচে হার নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশের মেয়েরা। পাকিস্তানকে হারাতে পারলেও ইংল্যান্ডের পর এবার নিউজিল্যান্ডের কাছে ১০০ রানের বিশাল ব্যবধানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। অন্যদিকে প্রথম দুই ম্যাচ হারের পর বিশ্বকাপে প্রথম জয় পেলো কিউইরা। শুক্রবার (১০ অক্টোবর) গোয়াহাটিতে দিবারাত্রির ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। উদ্বোধনী জুটিতে ৩৫ রান করেন সুজি বেটস ও জর্জিয়া প্লিমার। ইনিংসের অষ্টম ওভারে জর্জিয়া প্লিমারকে সাজঘরে ফেরান রাবেয়া খান। একই ওভারে রানআউট হন সুজি বেটস। কিউইদের স্কোর বোর্ডে আর তিন রান যোগ হতেই অ্যামেলিয়া কারকে বোল্ড করেন লেগ-স্পিনার রাবেয়া। ৩৮ রানেই ৩ উইকেট ফেলে নিউজিল্যান্ডকে চাপে ফেলে বাংলাদেশ। কিন্তু এরপরই ঘুরে দাঁড়ায় কিউইরা। অধিনায়ক সোফি ডেভিন ও ব্রুক হ্যালিডে চতুর্থ উইকেটে ১৫০ রানের জুটি...