ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ‘পেন বাংলাদেশ’। সৈয়দ মনজুরুল ইসলাম ছিলেন এই সংঘটনের সাবেক প্রেসিডেন্ট। শুক্রবার (১০ অক্টোবর) এক বার্তায় শোক প্রকাশ করেন পেন বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্ট ড. সামসাদ মর্তুজা। শোকবার্তায় তিনি বলেন, ‘সৈয়দ মনজুরুল ইসলাম কেবল শিক্ষাবিদ হিসেবেই জ্ঞানের আলো ছড়াননি, তিনি পেন বাংলাদেশের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করে আন্তর্জাতিক লেখকদের এই সংগঠনটির বাংলাদেশ সেন্টারকে গণতান্ত্রিকভাবে পরিচালিত করেছেন এবং আন্তর্জাতিক লেখক সম্মেলনে বাংলাদেশের সুনাম অর্জন করেছেন। যে কারণে পেন বাংলাদেশ আজ বিশ্বে মতপ্রকাশের স্বাধীনতাসহ লেখক, সাংবাদিকদের নানা ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারছে।’ ড.মর্তুজা আরও বলেন,...