ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছে আগেই। তাই চলতি ফিফা উইন্ডোয় এশিয়ায় প্রীতি ম্যাচ খেলতে এসেছে কার্লো আনচেলত্তির দল। গতকাল সিউলের ওয়ার্ল্ডকাপ স্টেডিয়ামে ব্রাজিল ৫-০ গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়াকে। ব্রাজিল যেন এদিন ফিরে পেয়েছে তাদের হারানো ছন্দ। মার্চের পর জাতীয় দলে ফেরা রদ্রিগো করেন জোড়া গোল। জোড়া গোল করেন এস্তাভাও উইলিয়ানও। ভিনিসিয়ুস জুনিয়র করেন একটি গোল। ব্রাজিলে ১৮ বছর বয়সী এস্তেভাওয়ের ডাকনাম ‘মেসিনিও’, যার অর্থ ছোট মেসি। বাঁ পায়ে খেলেন, ডান প্রান্ত থেকে কাট ইন করে ঢোকেন ভেতরে। মেসির খেলার ধরনের সঙ্গে মিলে গেছে খাপে খাপে। সে কারণেই এস্তেভাওয়ের এমন উপাধি। এদিন গোলের শুরুটা করেন এস্তেভাও। ১৩ মিনিটে ব্রুনো গিমারেসের রক্ষণচেরা পাস বাড়ান, ছুটে গিয়ে ছয় গজ বক্সের মুখে ডান পায়ের শটে বল জালে পাঠান এস্তেভাও। ১৭ মিনিটে হেডে জালে...