যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের একটি সামরিক বিস্ফোরক উৎপাদন কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৯ জন মারা গেছে বলে বিবিসি জানিয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ বলে জানিয়েছে সিএনএন। হতাহতের সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা। স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, শুক্রবার সকালে কারখানাটিতে বিস্ফোরণ ঘটার পর আশপাশের বাড়িঘর কেঁপে ওঠে এবং পরপর আরও ছোট ছোট বিস্ফোরণ ঘটে। স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে ঘটে যাওয়া এই বিস্ফোরণকে ‘বিধ্বংসী বিস্ফোরণ’ হিসেবে বর্ণনা করেছেন হামফ্রিস কাউন্টির শেরিফ ক্রিস ডেভিস। তিনি শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, উদ্ধারকর্মীরা দেরি সকাল নাগাদ ঘটনাস্থলটি নিরাপদ করতে সক্ষম হন। ডেভিস বলেন, ‘এই মুহূর্তে আমাদের বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। আমরা নিশ্চিত করতে পারছি, কিছু মানুষ মারা গেছেন।’ অ্যাকুরেট এনার্জি সিস্টেম, এলএলসি নামের প্রতিষ্ঠানটি টেনেসির ন্যাশভিল শহর থেকে প্রায় এক ঘণ্টা দক্ষিণ-পশ্চিমে...