সিনেমার চেয়েও নাটকীয় আর রহস্যে ভরা জীবনের ৭১ বসন্ত পার করলেন বলিউডের ‘চিরসবুজ’ অভিনেত্রী রেখা। আজ রেখার শুভ জন্মদিন। দেখতে দেখতে ৭২ বছরে পা রাখলেন লাস্যময়ী এ তারকা। রেখার জন্ম ১৯৫৪ সালের ১০ অক্টোবর। পারিবারিক নাম ভানুরেখা গণেশন হলেও সিনেমাজগতে তিনি পরিচিত পান রেখা নামেই। অভিনেতা জেমিনি গণেশন ও অভিনেত্রী পুষ্পভল্লির ঘরে জন্ম নেন রেখা। বাবা নিজের সন্তান হিসেবে স্বীকৃতি না দিলেও নিজের নাম থেকে মুছে ফেলেন বাবার পদবি। সমাজের প্রচলিত ধ্যান-ধারণাকে প্রশ্নের মুখে ফেলে দিয়ে রেখা এগিয়ে যান ছকভাঙা চিন্তাধারা নিয়ে। ১৯৬৬ সালে শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেন। সত্তর দশকে ‘অপারেশন জ্যাকপট নাল্লি সিআইডি ৯৯৯’ নামের কন্নড় সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করে সিনেমা জগতে পা রাখেন তিনি। শোবিজে পা রাখার প্রথমদিকে চিরসবুজ আবেদনময়ী রেখাকে শুনতে হয় ডার্ক স্কিন, খর্ব...