রাজধানীর মিরপুরের আনসার ক্যাম্প এলাকায় কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে ১০ বছরের এক শিশু আহত হয়েছে। শুক্রবার,(১০ অক্টোবর ২০২৫) সকালে এ ঘটনায় আহত শিশুকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ বলছে, স্কচটেপ পেচানো ককটেলকে ‘টেনিস বল ভেবে’ দেয়ালে ছুড়ে মারলে সেটি বিস্ফোরিত হয়ে শিশুটি আহত হয়। তামিম নামের শিশুটি পেটের বাম পাশে ও ডান হাতে গুরুতর আঘাত পেয়েছে। শিশুটির মা নার্গিস আক্তার বাসা-বাড়িতে কাজ করেন। ছেলেকে নিয়ে তিনি আনসার ক্যাম্প এলাকার বিহারী পাড়ায় ভাড়া ঘরে থাকেন। শিশু তামিম বিহারীপাড়ার ভেতরে একটি মাদ্রাসায় পড়ে। শুক্রবার মাদ্রাসা বন্ধ থাকায় তাকে রেখে কাজে যান মা। ফিরে এসে ছেলেকে আহত অবস্থায় পান তিনি। মা নার্গিস বলছেন, মাদ্রাসা বন্ধ থাকায় সকালে ছেলেকে ঘরে রেখে কাজে যান তিনি। সকাল সাড়ে ১০টার দিকে ঘরে ফিরে অনেক...