১১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম গাইবান্ধার সাদুল্লাপুরে ৯০ এর গণ অভ্যুথানের শহীদ নাজির উদ্দিন জেহাদের ৩৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে সাদুল্লাপুর উপজেলা শাখার ৯০ দশকের জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দের আয়োজনে সাদুল্লাপুর বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে ৯০ এর গণ অভ্যুথানের শহীদ নাজির উদ্দিন জেহাদের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে উপজেলার ১১ ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে স্মরণ সভাটি অনুষ্ঠিত হয়। উক্ত স্মরণ সভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপনের সভাপতিত্বে ও রেজাউল করিম রাজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জাসাসের কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহ্বায়ক এ্যাডভোকেট ফরহাদ হোসেন নিয়ন,জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক এ্যাডভোকেট মোস্তফা সরোয়ার সোহান,জেলা তাঁতীদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন পল্টন,জেলা জাসাসের আহ্বায়ক বজলুল করিম রুপু,ছাত্রদলের সাবেক...