ভেনিজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো তার নোবেল শান্তি পুরস্কার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভেনিজুয়েলার জনগণকে উৎসর্গ করেছেন। তিনি ভেনিজুয়েলার গণতন্ত্র আন্দোলনে ‘সিদ্ধান্তমূলক সহায়তার’ জন্য ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মারিয়া এক্সে লিখেছেন, ‘আমি এই পুরস্কারটি উৎসর্গ করছি ভেনিজুয়েলার দুঃখভোগী জনগণকে এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে, আমাদের আন্দোলনের প্রতি তার গুরুত্বপূর্ণ সহায়তার জন্য।’ তিনি বলেন, ‘আমরা বিজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি এবং স্বাধীনতা ও গণতন্ত্র অর্জনের লক্ষ্যে ট্রাম্প, মার্কিন জনগণ, লাতিন আমেরিকার দেশসমূহ এবং বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর সমর্থনের ওপর বিশ্বাস রাখছি।’ বামপন্থী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কারচুপির অভিযোগে কলঙ্কিত নির্বাচনের পর মাচাদো এক বছর ধরে আত্মগোপনে আছেন। নির্বাচনে সরাসরি অংশ নিতে না পারলেও তিনি তার প্রতিনিধি সাবেক কূটনীতিক এডমুন্ডো গনজালেজ উরুতিয়ার পক্ষে প্রচারণা চালাচ্ছেন, যাকে আন্তর্জাতিক মহল বৈধ বিজয়ী হিসেবে স্বীকৃতি দিয়েছে। নোবেল...