বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতিতে নির্বাচনে বিশ্বাসী নয়। কোনো অবস্থাতেই জনগণের মতামতকে উপেক্ষা করে জনগণের ওপর কোনো সিস্টেম (পিআর) চাপিয়ে দিতে পারেন না কেউই। তাই পিআর পদ্ধতি নয় দেশের বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি। শুক্রবার সন্ধ্যায় রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে সদ্য প্রয়াত জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর স্মরণে শোকসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. এজেডএম জাহিদ হোসেন পিআর পদ্ধতি নিয়ে এ কথা বলেন। তিনি আরও বলেন, যারা পিআর পদ্ধতির কথা বলে নির্বাচন বিলম্বিত করতে চান তাদের আহ্বান জানাই জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে পরবর্তীতে পিআর পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা চালু করবেন, তার আগে নয়। বিএনপির এই নেতা বলেন, প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত...