নিজস্ব প্রতিবেদক: মার্জারের তালিকাভুক্ত পাঁচটি ব্যাংকের মধ্যে দুই ব্যাংকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার অত্যধিক হওয়ায় এখন বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এই দুটি ব্যাংক হলো গ্লোবাল ইসলামী ব্যাংক ও সোস্যাল ইসলামী ব্যাংক। শুধু সাধারণ বিনিয়োগকারীরাই নয়, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও বড় ক্ষতির মুখে পড়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, গ্লোবাল ইসলামী ব্যাংকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার রয়েছে ৫২.৫৭ শতাংশ, যা ২০২৪ সালের ৩১ ডিসেম্বর ছিল ৫৩.৫৪ শতাংশ। ওই সময়ে শেয়ার মূল্য ছিল ৫ টাকা ৪০ পয়সা। বর্তমানে শেয়ার মূল্য কমে দাঁড়িয়েছে মাত্র ১ টাকা ৯০ পয়সায়, যা প্রায় ৬৫ শতাংশ কম। ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ৯৮ কোটি ৭৪ লাখ ৩৯ হাজার ৬৮৮টি। সোস্যাল ইসলামী ব্যাংকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার ৬৯.২০ শতাংশ, যা ২০২৪ সালের শেষে ৬৫.৮২ শতাংশ ছিল। ওই সময়ে শেয়ার দাম ৮...