পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা বলেছেন, জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠায় পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের আন্দোলনকে জোরদার করতে হবে। এ আন্দোলনকে বৃহত্তর পর্যায়ে নিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। সেই লক্ষ্যে তরুণ ছাত্র-যুব সমাজ, নারী সমাজ সবাইকে অধিকতরভাবে সামিল হতে হবে। শুক্রবার (১০ অক্টোবর) পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির ১৩তম কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা এসব কথা বলেন। তিনি বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে নানা ধরনের সুবিধাবাদিতা, পশ্চাৎপদ চিন্তা ঝেঁকে বসেছে। সেসব পেছনে ফেলে বৃহত্তর আন্দোলনকে সুসংগঠিত হতে হবে। জুম্ম নারীদের আত্মমর্যাদা প্রতিষ্ঠা করার লক্ষ্যে সমাজের আমূল পরিবর্তন সাধন করতে হবে এবং তাদের বৃহত্তর আন্দোলনে সামিল করতে হবে। সন্তু লারমা বলেন, শাসকগোষ্ঠী দমনপীড়ন, মিথ্যা মামলা দিয়ে আমাদের পার্টিকে স্তব্ধ করে দিতে চেয়েছিল।...