ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর গাজায় শান্তি রক্ষায় আন্তর্জাতিক টাস্ক ফোর্স গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই টাস্ক ফোর্সের অংশ হিসেবে গাজা মিশনে যোগ দিতে পূর্ণ প্রস্তুতি নিয়েছে তুরস্কের সশস্ত্র বাহিনী। শুক্রবার (৭ অক্টোবর) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এর এক দিন আগেই প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গাজায় সেনা পাঠানোর ব্যাপারে ‘সবুজ সংকেত’ দেন। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রাখার লক্ষ্যে ফিলিস্তিনের গাজায় শান্তি বজায় রাখতে তুরস্ক যেকোনো আন্তর্জাতিক মিশনে অংশ নিতে প্রস্তুত। ইতোমধ্যে মিসরের শার্ম আল-শেখে আলোচনা করতে তুর্কি সামরিক প্রতিনিধিদল পৌঁছেছে। যুদ্ধবিরতি আলোচনায় শুরু থেকেই সক্রিয় ভূমিকা পালন করেছে তুরস্ক। এরদোয়ানের প্রশাসন ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপ বাড়াতেও উদ্যোগী ছিল। গাজায় টাস্ক ফোর্সে যোগ দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সূত্র...