প্রিয় পৃথিবী ছেড়ে চিরবিদায় নিলেন শিক্ষাবিদ ও সাহিত্যিক ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। শুক্রবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ...রাজিউন)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক একুশে পদকজয়ী এই গুণীজনের বয়স হয়েছিল ৭৫ বছর। রেখে গেছেন স্ত্রী সানজিদা ইসলাম এবং একমাত্র ছেলে সাফাক ইসলামসহ অসংখ্য স্বজন ও শুভাকাক্সক্ষী। তার মৃত্যুতে দেশের শিক্ষা ও সংস্কৃতি অঙ্গনে নেমে আসে শোকের ছায়া।অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের মরদেহ আজ শনিবার সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে ।প্রকাশনা সংস্থা অন্য প্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম জানান. শুক্রবার বিকেল পাঁচটায় সৈয়দ মনজুরুল ইসলাম মারা যান। এর আগে গত ৩ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হলে তাকে ল্যাব এইড...