এ বছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো। পুরস্কার ঘোষণার পর এক সাংবাদিক জিজ্ঞাসা করেন, বিভিন্ন মহল থেকে ট্রাম্পকে নোবেল দেয়ার চাপ থাকা সত্ত্বেও নোবেল কমিটির সিদ্ধান্তে তা কীভাবে প্রভাব ফেলেছে না। নোবেল শান্তি কমিটির চেয়ারম্যান জোর্গেন ওয়াটনে ফ্রায়ডেন্স এ প্রশ্নের জবাবে পরিষ্কার করে বলেন: নোবেল কমিটি দীর্ঘ ইতিহাসজুড়ে অনেক ধরনের প্রচারণা, ক্যাম্পেইন ও মিডিয়ার উত্তেজনা দেখেছে। নোবেল পুরস্কার শুধু পুরস্কারপ্রাপ্ত ব্যক্তির কাজ ও অ্যালফ্রেড নোবেলের উইলের ভিত্তিতেই দেয়া হয় — বাইরের চাপ-চাপালো এসব গণ্য হয় না। প্রতি বছরে কমিটির কাছে হাজার হাজার চিঠি ও মনোনয়ন আসে; নোবেল নমিনেশন ও সিদ্ধান্ত একটি স্বতন্ত্র ও নিয়মভিত্তিক প্রক্রিয়া। ওয়াটনের কথায়, নোবেলের জন্য মনোনয়নের এক নির্দিষ্ট সময়সীমা আছে — মনোনয়নের শেষ তারিখ ৩১ জানুয়ারি। এ বছর ট্রাম্পকে মনোনয়ন জানায়নি...