দেশের সরকারি কলেজ ও শিক্ষক প্রশিক্ষণ কলেজে প্রভাষক নিয়োগের জন্য ৪৯তম বিশেষ বিসিএসের ভাইভা বা মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ২৬ অক্টোবর। শুক্রবার (১০ অক্টোবর) অনুষ্ঠিত লিখিত পরীক্ষার (এমসিকিউ টাইপ) ফল আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ফল প্রকাশের পর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ভাইভা পরীক্ষায় অংশ নিতে পারবেন। ঢাকা মহানগর এলাকার কেন্দ্রে শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৩ লাখ ৭৪ হাজার ৭৫২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। তবে সরকারি কর্ম কমিশন এখনো পরীক্ষায় সঠিকভাবে কতজন অংশ নিয়েছেন তা জানায়নি। পিএসসির রোডম্যাপ অনুযায়ী, ৪৯তম বিসিএসের মাধ্যমে...