জুলাই সনদ নিয়ে যে গণভোট হবে তাতে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে (পিআর) নির্বাচনের প্রস্তাব অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। শুক্রবার,(১০ অক্টোবর ২০২৫)বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেইট থেকে গণমিছিলপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই দাবি তুলে ধরেন। তিনি বলেন- অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আন্তরিকতার প্রতি আস্থা রেখে বলতে চাই, একদিকে আপনি যেমন সরকারের প্রধান, অন্যদিকে আপনি জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান। দুটি প্রধান দায়িত্ব নিয়ে আমি সন্তুষ্ট নই। আপনার চারদিকে যেসব উপদেষ্টারা আছেন, মাঝে মধ্যে অন্যদিকে আপনাকে (প্রধান উপদেষ্টা) ঠেলে দিয়ে কোনো একটি বিশেষ দলের প্রতি তাদের আনুগত্য পোষণ করানোর চেষ্টা করছেন। আমরা এই দৃশ্য আর দেখতে চাই না। এই জামায়াত নেতা বলেন, আমাদের যে ৫ দফা দাবিগুলো, সেগুলোর ভিত্তিতে গণভোট দিতে হবে এবং তার মধ্যে পিআরের...