দিল্লির ফিরোজ শাহ কোটলায় বৃহস্পতিবার (১০ অক্টোবর) দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা ছিল ভারতের তরুণ ব্যাটারদের দিন। একদিকে যশস্বী জয়সওয়ালের অনবদ্য অপরাজিত ১৭৩ রান, অন্যদিকে সাই সুদর্শনের প্রায় নিখুঁত ৮৭ রানের ইনিংস। এই দুই তরুণের জুটিতেই ভারত প্রথম দিনে দাপট দেখিয়েছে। দিন শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ৩১৮ রান। জয়সওয়ালের সঙ্গে ২০ রানে অপরাজিত আছেন শুভমান গিল। তারা দুজন আগামীকাল শনিবার দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন। প্রথম দিনে নিজের ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরিটি করে জয়সওয়াল প্রমাণ করে দিলেন, তিনিই এখন ভারতের টেস্ট ব্যাটিংয়ের ভবিষ্যৎ স্তম্ভ। ইনিংসের শুরুতে তিনি ছিলেন ধৈর্যশীল, বলের গতি-প্রকৃতি বুঝে এগিয়েছেন ধীরে ধীরে। কিন্তু একটু সুযোগ পেলেই পঞ্জা মেলেছেন দারুণ সব শটে।আরো পড়ুন:বাংলাদেশকে ১০০ রানে হারিয়ে নিউ জিল্যান্ডের প্রথম জয়নাসিরের ফিফটিতে ফাইনালে রংপুর বাংলাদেশকে ১০০ রানে হারিয়ে নিউ জিল্যান্ডের...