এমিরেটাস অধ্যাপক ও সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। শিক্ষা ও গবেষণায় তার অবদানের কথা তুলে ধরে শুক্রবার শোকবার্তায় উপাচার্য বলেন, সেই অবদানের কারণে তিনি স্মরণীয় হয়ে থাকবেন। মনজুরুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা করে তার শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন নিয়াজ আহমদ খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষক মনজুরুল ইসলাম শুক্রবার বিকালে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে। শোকবার্তায় সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক মো. মোর্শেদ হাসান খান বলেন, “অধ্যাপক মনজুরুল ইসলাম কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও গবেষক ছিলেন। রবীন্দ্র গবেষক হিসেবেও তিনি সুপরিচিত। শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন...