
চলমান নারী বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দুর্দান্ত। পাকিস্তানের বিপক্ষের দারুণ এক জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল নিগার সুলতানা জ্যোতির দল। তবে পরের দুই ম্যাচে টানা হেরে ব্যাকফুটে চলে গেল টাউগ্রেসরা। ইংল্যান্ডের পর এবার নিউজিল্যান্ডের কাছেও হারল লাল সবুজের দল। ইংল্যান্ডের বিপক্ষে জয়ের দারুণ এক সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত ভাগ্য সায় দেয়নি জ্যোতিদেরকে। ইংল্যান্ডের বিশ্বমানের বোলিং লাইনআপের বিপক্ষে প্রতিরোধ গড়তে সক্ষম হয়েছিল বাংলাদেশের ব্যাটাররা। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই কাজটা করতে পারেননি শারমিন-জ্যোতিরা। আজ শুক্রবার (১০ অক্টোবর) নিউজিল্যান্ডের দেওয়া ২২৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ৩৯.৫ ওভারে ১২৭ রান তুলে অলআউট হয়ে যায় বাংলাদেশ। তাতে ১০০ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে নিউজিল্যান্ড। চলতি আসরে এটি তাদের প্রথম জয়। গুয়াহাটির উইকেটে সাধারণত বোলাররাই বেশি সুবিধা পেয়ে থাকেন। আর এই সুযোগটাই...