১০ অক্টোবর ২০২৫, ০৯:৫১ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ০৯:৫১ পিএম জ্যোতির্বিজ্ঞান গবেষণায় নতুন একটি রহস্যময় গ্রহের সম্ভাবনার খবর পাওয়া গিয়েছে। সৌরজগতের দূরবর্তী প্রান্তে, নেপচুনের বাইরে কুইপার বেল্টে একটি অদৃশ্য গ্রহের উপস্থিতি থাকতে পারে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির মাসিক জার্নালে সম্প্রতি প্রকাশিত গবেষণাপত্রে এই তথ্য জানা গিয়েছে। গবেষকেরা এই সম্ভাব্য গ্রহকে 'প্ল্যানেট ওয়াই' নামে উল্লেখ করেছেন। প্রায় ৫০টি দূরবর্তী বস্তুর অস্বাভাবিক কক্ষপথ পর্যবেক্ষণের মাধ্যমে এই গ্রহের সম্ভাবনা অনুমান করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী আমির সিরাজ বলসেছেন, "সৌরজগতের এই দূরবর্তী প্রান্তে একটি অদৃশ্য গ্রহ থাকতে পারে, যা পৃথিবীর চেয়ে ছোট কিন্তু বুধের চেয়ে বড় হতে পারে। এটি কোনও নির্দিষ্ট গ্রহ আবিষ্কারের দাবি নয়, বরং একটি জ্যোতির্বৈজ্ঞানিক ধাঁধা সমাধানের প্রচেষ্টা।" নেপচুনের বাইরে গ্রহের ধারণা নতুন নয়। ১৮৪৬...