প্রকাশ হলো মিম-তন্ময়ের নাটকএই প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে অনেকের চেয়ে এগিয়ে মিম চৌধুরী। সম্প্রতি বর্তমানে প্রজন্মের আরেক অভিনেতা তন্ময় সোহেলের সঙ্গে জুটিব বেঁধে নতুন তিনটি নাটকে অভিনয় করেছেন। এগুলো হলে ‘প্রেম পুকুর’, ‘জামাই শ্বশুর প্রবাসী’ ও ‘শিক্ষিত বউ’। এরমধ্যে ‘শিক্ষিত বউ’ নাটকটি ইউটিউবে একটি চ্যানেলে প্রকাশ হয়েছে। এ নাটক প্রসঙ্গে মিম চৌধুরী বলেন, ‘অভিনেতা হিসেবে তন্ময় খুব ভালো। কাজটা কীভাবে ভালো করা যায় সেদিকে ভীষণ মনোযোগ দেয়। কোনা দৃশ্য সুন্দর করার জন্য যতটা ডেডিকেটেড হওয়া প্রয়োজন ঠিক ততটাই ডেডিকেটেড হন তিনি। আশা করছি নাটকটি সবার ভালো লাগবে।’ তন্ময় সোহেল বলেন, ‘মিমের সঙ্গে প্রথম কাজ করেই অভ‚তপূর্ব সাড়া পেয়েছি। যে কারণে আমাদের একের পর এক কাজ হচ্ছে। খুব ভালো অভিনয় করেন তিনি। এরইমধ্যে আমাদের মাঝে কাজের বোঝাপড়াটাও চমৎকার হয়েছে। আশা করছি আমাদের...